ম্যাচ কনটেন্ট গুগল এডসেন্স আপডেট । Match content Google Adsense update by Google
গুগল ম্যাচ কনটেন্ট গুগল এডসেন্স আপডেট নামে এ একটি বড়ো আপডেট নিয়ে এসেছে। আসুন জেনে নেওয়া যাক ম্যাচ কনটেন্ট এড কি, নতুন আপডেটটা কি, এবং এর দ্বারা আপনি কি ভাবে এডসেন্স থেকে বেশি টাকা আয় করবেন।
যারা এডসেন্স ব্যবহার করেন তারা নিশ্চয় Matched Content এড এর সম্পর্কে শুনেছেন।
Matched Content এড হলো এমন একটি এড যা আপনার সাইটের বিষয়ের ওপর ভিত্তি করে এড দেখায়।
আপনি যদি Matched Content এড র ইমেইল পেয়ে থাকেন তাহলে আপনি যদি ম্যাচের কনটেন্ট এড আপনার সাইট এ না ব্যবহার করে থাকেন তাহলে আজই করুন। এর ফলে আপনার সাইটের রেভিনিউ বাড়বে।
যারা Matched Content ইমেইল পান নি তাদের বুঝতে হবে যে আপনাদের সাইটের ট্রাফিক কম থাকার জন্য ওই Matched Content অপশন টি আপনার এডসেন্স আসছে না।
সেক্ষেত্রে আপনি ভালো করে কাজ করুন ধীরে ধীরে যখন অনেক ট্রাফিক আসবে তখন ম্যাচ কনটেন্ট এড আপনার সাইট এ ব্যবহার করতে পারবেন।
এই Matched Content এডটি ১লা মার্চ , ২০২২ থেকে কার্যকরী হবে।
এখন Matched Content এড এর নাম হয়েছে মাল্টিপ্লেক্স এড (Multiplex ads).
এই সম্বন্ধে আরো জানতে লিঙ্ক ক্লিক করুন : লিংক
যারা লিংক টি ইংলিশ এ পড়তে পারবেন না বা বুঝতে অসুবিধা হবে তারা এটি Google Translate করে পড়তে পারেন।
Table of Contents
কি ভাবে Google Translate ব্যবহার করবেন | How to use Google Translate :
১. Google Translate ওয়েবসাইট টি খুলুন (লিংক)
২. এবার যে Matched Content লিঙ্কটি দেওয়া আছে সেটি কপি করে বা দিকের বাক্স এ পেস্ট করুন।
৩. এবার ডানদিকের বক্স এ নিজের ইচ্ছে মতো ভাষা নির্বাচন করুন।
৪. এর পর ডানদিকের বক্সের ওপরে যে তীর চিহ্ন টি আছে সেটিতে ক্লিক করুন।
তাহলে একটি নতুন ট্যাব এ ওই পেজটাই খুলবে নতুন ভাষায়।
যারা Auto Ads ব্যবহার করেছেন তাদের কোনো কিছু পরিবর্তন করতে হবে না।
কিন্তু যারা Manually Matched Content ব্যবহার করেছেন তারা এই নতুন ফরম্যাট ব্যবহার করে দেখে নিন যে পুরোনোর সাথে এটার কিছু অমিল আছে কিনা।
যাদের Matched Content ইমেইল আসে নি বা যাদের এডসেন্স ড্যাশবোর্ড এই অপশনটি দেখাচ্ছে না তারা ঘাবড়াবেন না , ভালো করে কাজ করুন , আরো ট্রাফিক নিয়ে আসুন এর পর আপনারও ম্যাচ কনটেন্ট এড আসবে।
অবশই পড়ুন : কোনো অভিজ্ঞতা ছাড়া ফ্রিল্যান্সিং কি ভাবে শুরু করবো 2021
যারা এখনো Matched Content এড ব্যবহার করেননি তারা কি করে Matched Content এড ব্যবহার করবেন।
Matched Content এড ব্যবহার কি করে করবেন | How to use Matched Content Ads
প্রথমে আপনি Google এডসেন্স লগইন করুন।
এর পর দেখুন যে Matched Content অপশন টি আপনার এডসেন্স ড্যাশবোর্ড দেখাচ্ছে কি না।
বাঁদিকে সাইট মেনুতে ক্লিক করুন। সাইটের মধ্যে সাইট লেখার নিচেই Matched Content অপশনটি দেখা যাবে।
আপনার যদি অনেক গুলো সাইট থাকে তাহলে দেখুন যে কোন কোন সাইট এ Matched Content এড অপশনটি আসছে।
Matched Content এড কেন আসবে , তার জন্য কত ট্রাফিক মাসে বা দিনে লাগবে সে ব্যাপারে Google কোনো পরিষ্কার নির্দেশিকা দেওয়া নেই।
যদি আপনার কোনো সাইট Matched Content এড আসে তাহলে সেটা আপনার এডসেন্স ড্যাশবোর্ড শুধু দেখাবে।
অনেক বড়ো বড়ো ব্লগার বলেন যে তাদের এক একটি পোস্ট এ ১০০০ বেশি ট্রাফিক আসছিলো এবং তারা Matched Content এড এর এপ্রুভাল পেয়ে গেছেন।
যখনই আপনি এপ্রুভাল পেয়ে যাবেন তখনও এটি ওয়েবসাইটে ব্যবহার করুন।
আসুন দেখে নেওয়া যাক Matched Content এড আপনি কি ভাবে ব্যবহার করবেন :
১. গুগল এডসেন্স লগইন করুন।
২. New Ad Unit এ ক্লিক করুন।
৩. Matched Content কনটেন্ট অপশন এ ক্লিক করুন।
৪. এর পর ইচ্ছে করলে এড ইউনিটটির একটি নাম দিন।
৫. এর পর দেখে নিন যে এড অপশন এর মধ্যে মনিটিইজ এনাবল আছে কিনা।
৬. এর পর স্টাইল অপশন টি একবার দেখে নিন। দরকার না হলে এখানে কিছু পরিবর্তন করার দরকার নেই।
৭. এর পর সাইজও রেস্পন্সিভ অপশন টি অন আছে কিনা দেখে নিন।
৮. এর পর ‘Save & Get Code’ ক্লিক করুন।
৯. এর পর যে কোড টি পাওয়া যাবে সেটি একটি নোটপ্যাড ফাইল এ সেভ করে রাখুন।
এর পর একটি মেসেজ আসবে যে ২০-৩০ মিনিট লাগবে এটি কাজ করা শুরু করতে।
Matched Content এড কি করে ওয়ার্ডপ্রেস সাইট এ ব্যবহার করবো | How to use Matched Content ads in WordPress Website?
১. ওয়ার্ডপ্রেস সাইট এ লগইন করুন।
২. আপনি যদি ব্লগ সাইট এটি দিতে চান তাহলে Appearance মধ্যে Widgets এ ক্লিক করুন।
৩. এর পর ‘+’ তে ক্লিক করুন।
৪. কোড বা কাস্টম html ক্লিক করুন এবং এডসেন্স কোড টি পেস্ট করুন।
৫. পেস্ট হয়ে গেলে ডানদিকে ওপরে নীল রঙের আপডেট বাটন টি তে ক্লিক করুন।
৬. এর পর ওয়েবসাইট ব্রাউজার চালিয়ে দেখুন যে ডানদিকের কলম এ এড আসছে কিনা।
যদি আপনি পোস্ট এর মধ্যে সেট করতে চান তাহলে একই ভাবে পোস্টটি ওপেন করে জায়গা মতো এড গুলো ব্যবহার করুন।
অবশই পড়ুন : ইউটিউব থেকে কি করে টাকা আয় করবো
Matched Content এড ব্লগস্পট কি করে ব্যবহার করবো | How to use Matched Content ads in Blogspot website?
১. যে ইমেইল id দিয়ে ব্লগস্পট সাইট টি কানেক্ট করা আছে সেটিতে লগইন করুন।
২. এর পর প্রথমেই ব্লগস্পট সাইট এর ব্যাকআপ নিয়ে নিন।
৩. বা দিকের কলম এ থিমের মধ্যে ব্যাকআপ অপ্শন যান এবং ব্যাকআপ ফাইলটি ডাউনলোড করে নিন।
৪. এর পর একই ভাবে থিম এর মধ্যে ‘edit html’ অপশন টি তে যান।
৫. এ বার সার্চ করুন (ctrl + F) ক্লিক করে।
৬. সার্চ বার এ লিখুন ‘Related Post’.
৭. এর পর এই জায়গায় গিয়ে এডসেন্স কোডটি পেস্ট করুন।
এক্ষেত্রে যদি আপনার কোডিং বা HTML সম্বন্ধে জ্ঞান থাকে তাহলে খুব ভালো হয়।
সব ব্লগার টেম্পলেট যে রিলেটেড পোস্ট হেডিং টি থাকবে তা নয়।
একটু বুঝে দেখে পোস্ট করুন এবং অবশই ব্যাকআপ নিয়ে কাজ করুন।
যে কোনো ব্রাউজার এর inspect element অপশনটি ব্যবহার করে কোড টি পেস্ট করুন। অনেক সুবিধা হবে।
এর পর অনেকেই হয়তো জানতে চাইবেন কোথায় কোথায় ম্যানুয়ালি এড দেখালে বেশি আয় করা যাবে।
সবথেকে সঠিক জায়গা গুগল এডসেন্স ব্যবহার করার জন্য | Best place to showing Google adsense ads
১. প্রথম প্যারাগ্রাফ এর পর
২. তৃতীয় প্যারাগ্রাফ এর পর
২. ডানদিকের কলম এ
এমন ভাবে এড প্লেস করবেন যে তার কনটেন্ট এর প্রথমের দিকে থাকে। কিন্তু সেই বলে যথেচ্ছ এড দিলে হবে না।
এই প্রসঙ্গে অবশই পড়ুন : Best practices for ad placement
সব শেষে : আপনারা আশা করি এই পোস্টটি পরে ম্যাচ কনটেন্ট এড কি, নতুন আপডেটটা কি, এবং এর দ্বারা আপনি কি ভাবে এডসেন্স থেকে বেশি টাকা আয় করবেন, কি করে Matched Content এড কি করে আপনি আপনার ওয়েবসাইট এ ব্যবহার করবেন তা জানতে পারলেন। যাদের Matched Content এড আসছে না তারা হতাশ হবেন না, ভালো করে আপনার কাজ করে যান। পোস্টটি কেমন লাগলো সে সম্পর্কে আপনার মতামত কমেন্ট এ জানাতে ভুলবেন না।
ম্যাচ কনটেন্ট এড এর জন্য কত ট্রাফিক লাগে ?
এর নির্দিষ্ট কোনো তর্থ্য নেই। অনেকে বলেন নূন্যতম ১০০০ ট্রাফিক প্রতিদিন লাগে।
আমার ওয়েবসাইট ম্যাচ কনটেন্ট যোগ্য হয়েছে কিনা কিভাবে বুঝবো ?
আপনি আপনার এডসেন্স ড্যাশবোর্ড লগইন করে দেখতে পাবেন।
ম্যাচ কনটেন্ট এড ব্যবহার করলে এডসেন্স থেকে আয় বাড়বে ?
নিশ্চয়ই বাড়বে ।
কবে থেকে পুরোপুরি ম্যাচ কনটেন্ট আপডেট কার্যকরী হবে ?
১ লা মার্চ , ২০২২ থেকে।
আমার নাম অরিন্দম ঘোষ। আমি এই ওয়েবসাইট এর প্রতিষ্ঠাতা। পেশায় আমি একজন ওয়েবসাইট ডিজাইনার এবং ব্লগিং আমার প্যাশন। আমি এই সাইট এ ব্লগিং, এফিলিয়েট মার্কেটিং, আর্ন মানি অনলাইন বিষয়ক বিভিন্ন পোস্ট করে থাকি। এই সাইট এর মূল লক্ষ্য হলো বাংলাতে কোয়ালিটি কনটেন্ট প্রকাশ করা যা সাইট এর ভিসিটার দের কাজে লাগে।